দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ১কোটি ১০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে গ্রামীণ অবকাঠামো নির্মাণে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
সরেজমিনে পাঁচটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রতিটি ইউনিয়নে শ্রমিক সংখ্যা উপস্থিতি সন্তোষজনক। মমিনপুর ইউনিয়নে মহেশপুর শশ্মান হইতে সাজুরবাড়ি ক্যানেল পর্যন্ত রাস্তায় মাটি ভরাটকরণ প্রকল্পে ২৫ জন শ্রমিক কাজে নিয়োজিত রয়েছে।
এছাড়াও একই ইউনিয়নের পূর্ব সরকারপাড়া মাদ্রাসা মাঠে মাটি ভরাটকরণ (৩৭ জন), কুর্শা বলরামপুর সর্বনাশীর দোলা হয়ে দর্জিপাড়া পর্যন্ত রাস্তায় মাটি ভরাটকরণ (২৮ জন), কাটিহারা হাফেজিয়া মাদ্রাসা হইতে চানকুটি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটকরণ (৩১ জন), মাষ্টারপাড়া আজিতের বাড়ি হইতে দোলাপাড়া রাস্তায় মাটি ভরাটকরণ (২৩ জন), সদ্যপুষ্করনী ইউনিয়নে কাটাবাড়ি মিল বাজার গড়ের মুখ হইতে জামালের বাড়ির সামন দিয়ে বেলতলী ব্রীজ পর্যন্ত ভায়া কাটাবাড়ি আবেদ আলীর বাড়ির সামন বড় ভিটা পর্যন্ত রাস্তায় মাটি ভরাটকরণ (৪০ জন), কানাই বটতলা থেকে বকশীপাড়া মসজিদ পর্যন্ত এবং পূর্বপাড়া মসজিদের সামন থেকে মাধবপুর চার রাস্তার মোড় বটতলা পর্যন্ত রাস্তার মাটি ভরাটকরণ প্রকল্পে (৩০জন), কেশবপুর মইন উদ্দিনের দোকানের সামন থেকে পশ্চিম দিকে পুটিমারি যাওয়ার রাস্তায় ঈদগাহ মাঠ পর্যন্ত ভায়া কেশবপুর ব্রীজপাড়া হতে সাবুলের বাড়ির পাশ দিয়ে মসজিদের পাশ হয়ে মেছেড়ের বাড়ি রাস্তার মাটি ভরাট (৪১ জন), পালিচড়া পাকার রাস্তার মাথা থেকে শুকানদীঘির পাশ দিয়ে দক্ষিণ দিকে সানের পাাড়ার চাররাস্তার মোড় পর্যন্ত (৬১ জন), জানোকি ধাপের হাট প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে পূর্বদিকে ঘুরিয়ার খাল যাওয়ার রাস্তা এবং পানবাড়ির মোক্তারের বাড়ির পাশ থেকে কমিউনিটি ক্লিনিকের সামন পর্যন্ত রাস্তায় (৩৯ জন) শ্রমিক কাজ করছিল।
তাদের মধ্যে শ্রমিক সাফিয়ার, সুজন , মেহেনা, সাইদুল, জেসমিন, রাজিয়া জানান যে, আগে এই অঞ্চলটি অবহেলিত ছিল। আমরা কাজ না করে বাসায় বসে থাকতাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভাব গ্রস্থ মানুষের দূর্দশা দেখে তিনি এই অবহেলিত মানুষের জন্য কর্মসৃজন প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পে কাজ শুরু করার পর থেকে আমাদের অভাব, দুঃখ-কষ্ট লাঘব হয়েছে। অন্যদিকে আমাদের গ্রামগুলোর রাস্তা-ঘাটগুলোর যাতায়াতে উন্নতি সাধিত হয়েছে।
রংপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী এই প্রকল্প থাকার ফলে একদিকে গ্রামীণ রাস্তাগুলোর উন্নতি সাধন হচ্ছে অপরদিকে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।