শেখ মামুন-উর-রশিদ, রংপুর বব্যুরো: রংপুর অঞ্চলে অধিকাংশ তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী নেই, যে কয়েকটি তামাকপণ্যে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী ব্যবহৃত হচ্ছে তাও অস্পষ্ট, আকারে ছোট এবং ঝাপসা, যা জনসাধারনের বোধগম্য নয়।
তামাক নিয়ন্ত্রণে কর্মরত একটি সংস্থার বাজার জরিপ থেকে এসব তথ্য উঠে এসেছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার তামাক নিয়ন্ত্রন আইন অনুসারে গত ১৯ শে মার্চ ২০১৬ থেকে সকল তামাক পণ্যের মোড়কে সচিত্র সতর্কবানী প্রদানে বাধ্যতামূলক হলেও রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারারী ও গাইবান্ধা জেলায় উৎপাদিত তামাকপণ্যে সচিত্র সতর্কবাণী নেই আবার যতটুকু আছে তাও আইন সম্মত নয়। প্রশাসনের নিস্ক্রিয়তা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবে স্থানীয় তামাক কোম্পানী এই আইন লঙ্ঘন করে চলেছে বলে মনে করে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ও তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের সদস্যরা। বৃহস্পতিবার এসিডি’র রংপুরস্থ আঞ্চলিক অফিসের সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের ফোকাল পারসন সুশান্ত ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিডিয়ার সাথে তথ্য বিনিময় সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন এসিডি’র প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন।
এ সময় রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলী আশরাফ, দৈনিক আখিরা সম্পাদক মাছুদ উর রহমান মিলু, রংপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাভেদ ইকবাল, দৈনিক যুগের আলো‘র ষ্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মৃধা, দৈনিক রংপুর চিত্র‘র ষ্টাফ রিপোর্টার এস এম পিয়াল সহ রংপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। বাজার জরিপের তথ্য উপস্থাপনকালে বক্তারা বলেন রংপুরে উৎপাদিত ৭টি বিড়ি বাজারে পাওয়া গেলেও এর ৪ টিতে কোন সচিত্র সতর্কবানী পাওয়া যায়নি। ৩টিতে পাওয়া গেলেও তা আইনসিদ্ধ নয়। আইনে বর্ণিত নিয়ম অনুসারে মোড়কের উভয় পার্শ্বে অর্ধক জুড়ে সচিত্র সতর্ককীকরন থাকার বিধান থাকলেও তা এক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। কুড়িগ্রামের একটি মাত্র বিড়ির অস্তিত্ব পাওয়া গেলেও সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে তা বোধগম্য নয় এবং সরকার অনুমদিত নয়। রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও লালামনিরহাটের জর্দ্দা ও গুলেও একই ধরনের আইন লঙ্ঘন হতে দেখা গেছে। রংপুরের ৪টি জর্দ্দার মধ্যে শুধুমাত্র একটি জর্দ্দায় সচিত্র সতর্কীকরণ দেখা গেছে তবে সেটিও একপার্শ্বে। কুড়িগ্রামের দুটি জর্দ্দার একটিতেও সচিত্র সতর্কীকরণ নেই। লালমনিরহাটের ৪ টি জর্দ্দার একটিতেও সচিত্র সতর্কীকরণ পাওয়া যায় নি। বাজার জরিপের সময় গাইবান্ধাতেও একই চিত্র দেখা যায়। সেখানেও জর্দ্দাতে কোন সচিত্র সতর্কীকরণ পাওয়া যায় নি। তবে বেশ কয়েকাট গুলে সচিত্র সতর্কীকরণ বিদ্যমান। নীলফামারীরর ৫ টি গুলের ৩ টিতে সচিত্র সতর্কীকরন পাওয়া গেছে, রংপুরের ৩ টি গুলের ১টিতে সচিত্র সতর্কীকরন পাওয়া গেছে। তবে কোনটিতেই আইনের বিধি বিধান সম¥ত নয় অর্থাৎ কোনটিই আইনে বর্ণিত নিয়ম মেনে প্রকাশ করা হয়নি। এসিডি ও তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের সদস্যরা দাবী করেন এ বিষয়টি তারা কয়েকদফা প্রশাসনের নজর আনার চেষ্টা করেছেন, তারা তামাক কোম্পানী এলাকায় সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে, ছবি সম্বলিত লিফলেট বিলি করলেও আইন প্রয়োগের দূর্বলতার সুযোগে তামাক কোম্পানী এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে মরেন করেন।