ঢাকা

গৌরনদীতে যোগাসন-প্রাণায়াম-আকুপ্রেসারের ব্যবহারিক ফ্রি সেমিনার

Link Copied!

বরিশালের গৌরনদীতে সুস্থতায় যোগাসন-প্রাণায়াম-আকুপ্রেসারের ব্যবহারিক ফ্রি সেমিনার অনুষ্ঠিত।
আজ  ২৫ জুলাই  সোমবার বিকেলে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে  গৌরনদীতে  শারীরিক ও মানসিক সুস্থতার জন্য  যোগাসন, প্রাণায়াম,  ধ্যান আকুপ্রেসারের ব্যবহারিক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়।
ফ্রি সেমিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এতে প্রশিক্ষকও আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন  ত্রিনয়ন আন্তর্জাজিক যোগ মেডিটেশন সেন্টারের পরিচালক প্রবীর বিশ্বাস। উল্লেখ্য আজ ফ্রি সেমিনারে গৌরনদী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের  প্রায় দুই শতেের উপর শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে ।
সেমিনার শেষে অংশগ্রহন কারীরা বলেন, এ ধরনের কার্যক্রম স্কুল কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছরিয়ে দিতে পারলে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে  এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য অবস্থার উন্নতি সাধনের পাশাপাশি ইতিবাচক কর্মকান্ডে  আত্মবিশ্বাস গড়ে উঠবে ।
http://www.anandalokfoundation.com/