স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিয়ের বেশ কিছুদিন কাটলেও অনুষ্ঠান এখনও শেষ হয়নি। গত ২১ ডিসেম্বর চাঁদের হাট বসেছিল দিল্লিতে।
সেই রিসিপশনে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মুম্বাইয়ে নিশ্চিতভাবে বলিউড আর ক্রিকেট জগতের সুপারস্টারদের আগমনে ঝলমলে রিসিপশন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই রিসিপশন পার্টিতে থাকবে না ভারত সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দল হারতে হারতে খাদের কিনারায় চলে যাওয়া শ্রীলঙ্কা দলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল কোহলির মুম্বাইয়ের রিসিপশনে।
তবে শেষ পর্যন্ত জানা গেল, পেরেরক-ম্যাথুজরা আসছেন না কোহলির দ্বিতীয় বৌভাতে। এর পেছনের কারণ তাদের দেশে ফেরার তাড়া। দেশে ফিরে অবশ্য বিশ্রামের সুযোগ নেই। কারণ জানুয়ারির শুরুতেই দুটি সিরিজ খেলতে তারা উড়ে আসবে বাংলাদেশ।
বাংলাদেশ সফরের জন্য ইতিমধ্যেই ২৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রথমে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।