নিজস্ব প্রতিবেদকঃ বিদায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমার পদত্যাগ যুদ্ধপরাধী গোষ্ঠীর বিজয়। এই গোষ্ঠীই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছিল। আমি বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় পদত্যাগ করেছি।’
গতকাল রাতে চাঙ্গি আন্তর্জার্তিক বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন বিচারপতি সিনহা।
বিচারপতি সিনহা বলেন, ‘আমি দেশে যেয়ে পদত্যাগপত্র দিতে চেয়েছিলাম। যাই হোক, সেটা হলো না।’ তিনি বলেন, আমার চেয়েও বড় হলো বিচার বিভাগের মর্যাদা। বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্যই আমি পদত্যাগ করলাম। আমি আশা করি, এর ফলে বিচার বিভাগ নিয়ে অনভিপ্রেত বিতর্ক ও কুৎসা রটনা বন্ধ হবে।’
বিচারপতি সিনহা মনে করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাঁর মতে, ‘আমি একের পর এক যুদ্ধাপরাধীর বিচারের রায় ত্বরান্বিত করেছি। তাঁদের সর্বোচ্চ শাস্তি দিয়েছি। এরাই আমাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। সরকারের ভেতরের একটি গোষ্ঠি বুঝে না বুঝে ষড়যন্ত্রে পা দিয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছে।’
তিনি বলেন, ‘ইতিহাস একদিন আমাকে মূল্যায়ন করবে। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আমার নাম উচ্চারিত হবে।’
বিচারপতি সিনহা মনে করেন, ‘সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। যার সঙ্গে সরকারের ভেতরের লোকজনও জড়িত। তাঁরা প্রধানমন্ত্রীকে ভুল বোঝাচ্ছে।’
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ‘আমি সিওর সরকারের ৮০ ভাগ লোক পুরো রায় পড়েনি। এরা খামাখা উত্তেজনা ছড়িয়েছে। মূল বিষয় ষোড়শ সংশোধনীর রায় নয়, যুদ্ধাপরাধীদের বিচার।’
এখন তিনি কী করবেন? জানতে চাইলে বলেন, ‘দেখি। আগে কিছুদিন বিশ্রাম নেই। তারপর দেখা যাবে।`