ক্যালিফোর্নিয়ার পর এবার নতুন করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে।
সোমবার আইওয়ার ডেস ময়নিসের একটি কিশোর সংশোধন কেন্দ্র স্টার্টস রাইট হিয়ারে চালানো বন্দুক হামলায় দু”জন নিহত ও অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছে।
পুলিশ এ কথা জানিয়েছে।
ডেস ময়নিসের পুলিশ বিভাগের মুখপাত্র পল পারিজেক বলেছেন, তিন সন্দেহভাজন বন্দুকধারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করলে তিনজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর দ’ুজন সেখানেই মারা যায়।
তিনি বলেছেন, তাদের মৃত্যুর সময়ে স্টার্টস রাইট হিয়ারের কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত ছিলেন। অস্ত্রোপচারের সময় তারা প্রাণ হারায়। এ সম্পর্কে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
এদিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ একটি গাড়ি আটক করে। সন্দেহভাজন তিন বন্দুকধারী এ গাড়ি করেই পালিয়ে যাচ্ছিল। গাড়িটি যানজটে আটকে গেলে তিন বন্দুকধারীকে আটক করা হয়।
এ হত্যাকান্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তা জানতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের মন্টেয়ারি পার্ক শহরের এক নাচের ক্লাবে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। পুলিশ ৭২ বছর বয়সী বন্দুকধারীকে ধরতে গেলে সে বন্দুক চালিয়ে আত্মহত্যা করে।