যশোর প্রতিনিধি: যশোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট পার্কের সামনে জেলা প্রশাসক ও উপপরিচালক মহিলা অধিদপ্তর যশোরের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন। মানববন্ধনে যশোরের ৩৭টি সামাজিক সংগঠনের দু’শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এসময় বক্তরা বলেন, প্রাচীন যুগে মত বর্তমানে নারী নির্যাতন শুরু হয়েছে যা থেকে শিশুরা পর্যন্তবাদ পড়ছে না। দেশে আর যাতে কোনো নারী শিশু নির্যাতনের শিকার না হয় সেই ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে প্রতিপাদ্য বিষয় ছিলো “কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ বেদেই পাড়ি”