ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন

admin
October 5, 2015 9:34 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: নতুন বেতন স্কেলের ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন, টিএ/ডিএ, চাকরির নিশ্চয়তা, সাপ্তাহিকসহ জাতীয় দিবসের ছুটিসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটিভ অ্যাসোসিয়েশন যশোরের কর্মীরা।

সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী লিপু জানান, দেশে প্রায় দু’লাখ ৩০ হাজার মেডিকেল রিপ্রেনন্টিভ সর্বোচ্চ শিক্ষা গ্রহন করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন। দ্রবমুল্যের ঊর্ধ্বগতিতে তারা যে বেতন-ভাতা পান, তাতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো যথেষ্ট কষ্টসাধ্য। এ অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সরকার ঘোষিত নতুন বেতন স্কেলে তারা যেন বেতন-ভাতাদি পেতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনশেষে তারা একই দাবিতে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

http://www.anandalokfoundation.com/