13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মুজিব সড়কে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ

admin
October 6, 2015 6:51 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোর শহরের জজ আদালত, মুজিব সড়ক এবং আইনজীবী সমিতির সামনের রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং জাকির হাসানের সমন্বয়ে গঠিত আদালত ওই অভিযান চালায়।

ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকালে ওই এলাকার প্রায় আর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আদালত এলাকা এবং মুজিব সড়কের দুইপাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানপাট ছিল। এ কারণে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। অপরাধীরা সেখানে অবস্থা নিয়ে তাদের তৎপরতা চালাচ্ছে বলে তাদের কাছে সংবাদ রয়েছে। তিনি আরো বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে ওই অভিযান চালানো হয়েছে। এরপর কেউ যদি উচ্ছেদ স্থানে দোকান স্থাপন করে তাহলে তাদের জরিমানা করা হবে।’

http://www.anandalokfoundation.com/