14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মধ্যরাতে গোলাগুলি

admin
December 11, 2016 10:08 pm
Link Copied!

যশোর থেকে ই.আর.ইমন
যশোরে গোলাগুলিতে আহত ইউসুফ (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। শনিবার রাত ১২টার দিকে গুলিবিদ্ধ ইউসুফকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্নি ডাক্তার শামিমা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন।

কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান,  শহরের টিবি ক্লিনিক এলাকায় দু’ দল সন্ত্রাসীর ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে গুলিবিনিময়ে হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ শনিবার রাত পৌনে ১১টার দিকে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে অপসোফার্মা নামে একটি ওষুধ কোম্পানির এক কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ রয়েছে। সম্প্রতি ঘোপ এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। এছাড়া ইউসুফের বিররুদ্ধে আর কয়টি মামলা আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইউসুফের ভাই ওমর শরিফ রাজা বলেন, গত ৯ডিসেম্বর রাত ৮টার দিকে শহরের চাঁচড়া মোড় থেকে আমার ভাইকে পুলিশ আটক করে। পুলিশ যে মামলায় তাকে ধরেছে ওই মামলার সে এজাহার নামীয় আসামি না। আমার ভাইকে এস আই ইউসুফ আলী আটক করে প্রথমে পাঁচ লাখ পরে তিন লাখ টাকা ঘুষ দাবি তা দিতে না পারায় তাকে হত্যা করা হয়েছে। নিহত ইউসুফ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আবদুল লতিফের ছেলে।

 

http://www.anandalokfoundation.com/