ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

admin
June 8, 2016 9:24 am
Link Copied!

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে যশোর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে পুলিশের একটি দল আসামি ধরতে পাঁচবাড়িয়া এলাকায় রওনা হয়। পথে কীটনাশক কোম্পানি ‘সিনজেন্টা’র অফিসের সামনে একদল লোক গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের গাড়ি দেখে ডাকাতদল গুলি ছোড়ে। পুলিশও একটি গুলি ছোড়ে। এরপর ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বন্দুকযুদ্ধে যুবক নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও শটগানের একটি গুলি উদ্ধার করা হয়।

http://www.anandalokfoundation.com/