যশোর অফিসঃ বর্ণাঢ্য আয়োজনে নিজস্ব ভবনে নোভা মেডিকেল সেন্টার হসপিটালের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মাইকপট্রির নিরালা এলাকার হরিনাথ দত্ত লেন নিজস্ব ভবনে এ উদ্বোধন ও দোয়া মাহফিল করা হয়। এসময় রংবেরং এর বেলুন ফেস্টুন ও ফুল দিয়ে সাজানো হয়। ডাঃ শেখ ফারুক আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যশোর পৌরসভার কাউন্সিলার এ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, এ্যাড. শেখ আব্দুল মোহায়মেনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। হসপিটালের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন সবার উদ্দ্যেশে বলেন, যশোরের স্বাস্থ্য সেবার পথিকৃত নোভা মেডিকেল সেন্টার আজ থেকে নোভা মেডিকেল সেন্টার হসপিটালে রুপান্তরিত হয়েছে। আমাদের শুভ্যানুধায়ী ও স্বাস্থ্য সেবা নিতে আগ্রহীরা নতুন ঠিকানায় যোগাযোগ করবেন। এসময় সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন রিয়াজ। উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন শহরের রেল রোড মসজিদুল আকসা‘র খতিব মাওলানা ইমদাদুল্লাহ।