14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে কৃষক খুন

admin
March 5, 2018 6:32 pm
Link Copied!

যশোর অফিসঃ   পাওনা টাকা আনতে গিয়ে যশোরে আজিজুল সরদার (৩২) নামে এক কৃষক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। রোববার দিবাগত গভীর রাতে যশোর সদরের লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ভোরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আজিজুল সরদার আন্দোলপোতা গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।

নিহতের চাচা যশোর জেলার সাবেক স্যানিটারি ইনসপেক্টর শাজাহান আলী বলেন আমার ভাইপো আজিজুল একজন কৃষক। সে আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী তরিকুল ইসলামের কাছে এক লাখ ত্রিশ হাজার টাকা পেত। পাওনা টাকা নিয়ে তরিকুলের সঙ্গে আজিজুলের বিরোধ ছিল।

রোববার রাত আটটার দিকে তরিকুল টাকা দেবে বলে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আজিজুলকে। রাত সাড়ে আটটার পরে আজিজুলের আর কোনো সন্ধান পাওয়া যায়নি; ফোনও বন্ধ ছিল। তিনি জানান, অনেক খোঁজাখুঁজির পর রাত একটার দিকে বিদ্যালয়ের টয়লেটের সেপটি ট্যাংকির পাশে একটি বস্তার মধ্যে তার লাশ পাওয়া যায়।

পরে স্থানীয় লোকজন এসে তরিকুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। কোতয়ালী থানার এসআই তারেক নাহিয়ান জানান, ধারণা করা হচ্ছে আজিজুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহের গলা, ঘাড় ও কপালে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

http://www.anandalokfoundation.com/