ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অভিযোগে কথিত রাইটার আটক

admin
September 1, 2015 7:59 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ যশোরে অপরকে ফাঁসিয়ে নিজে লাভবান হওয়ার অভিযোগে পুলিশ বহুলালোচিত কথিত রাইটার অহিদুজ্জামান ওরফে ওহিদকে দস্যুতা মামলায় মঙ্গলবার আদালতে চালান দিয়েছে। সে যশোর সদর উপজেলার ৪নং নওয়া পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের বর্তমানে সদর উপজেলার শেখহাটি বাবলাতলা (যশোর কেন্দ্রীয় কারাগারের পূর্ব পাশে) হাজী আব্দুল মোতালেবের ছেলে।

মঙ্গলবার দুপুরে কোতয়ালি থানা পুলিশ গত জুন মাসে ঘটে যাওয়া একটি দস্যুতা মামলার সাথে জড়িত সন্দেহে আদালতে চালান দিয়েছে। থানা সুত্রে জানাগেছে,কোতয়ালি থানার মামলা নং ১২৬ তারিখ ২৯/৬/১৫ ধারা ৩৯২ পেনাল কোড।

উক্ত মামলা বিবারণে জানাগেছে,শহরের নিউ আর কে মিশন রোডস্থ ৪৪/এ সাইফুল ইসলাম চৌধুরীর স্ত্রী তাসমিন আক্তার ওরফে সুমনা ২৯ জুন সকালে শহরের মুজিব সড়কের গ্রীন বাজারের উদ্দেশ্যে সকাল সোয়া ১১ টার পর বাড়ি হতে বের হয়ে রিকশা যোগে যাচ্ছিল।বেলা আনুমানিক পৌনে ১২ টার সময় শহরের রেল রোডস্থ অথৈ রেষ্টুরেন্ট এর সামনে রিকশা পৌছালে ৩/৪জন দস্যু রিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুকে গৃহবধূ সুমনাকে জিম্মি করে কাছে থাকা নগদ ৫ হাজার টাকা,২ভরি ওজনের দুইটি স্বর্ণের বালা,দেড়ভরি ওজনের চেইন,২টি আংটি নিয়ে নির্বিঘেœ চলে যায়। এ ঘটনায় ওই দিন বিকেলে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ এজাহার হিসেবে নথিভূক্ত করে।পুলিশের নির্ভরযোগ্য সুত্রগুলো জানিয়েছেন,কথিত রাইটার অহিদুজ্জামান ঢাকার এক ব্যক্তিকে কৌশলে একটি মামলায় জড়িয়ে তাকে ক্ষতিগ্রস্থ্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়।্উক্ত ব্যক্তি ও তার আত্মীয় স্বজন বিষয়টি যশোরের উধ্বর্তন পুলিশের কর্মকর্তাকে জানালে পুলিশের উধ্বর্তন কর্মকর্তার নিদের্শে কথিত রাইটার অহিদুজ্জামানকে দস্যুতা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের সুত্রগুলো জানিয়েছেন,অহিদুজ্জামান পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের গুরুত্বপূর্ন মামলা লেখা সুবাধে তার বিভিন্ন শত্রুদের ঘায়েল করাসহ নিজে অধিক টাকা উপার্জন করে আসছে।সুত্রটি দাবি করেছেন,বছর কয়েক যেতে না যেতেই সে নিজেকে পন্ডিত দাবি করে কোতয়ালি থানার অদূরে আরএনরোডস্থ সাবেক আবাসিক হোটেল শরীফ ভবনের তৃতীয়তলা ভাড়া নিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের মামলা লেখার পাঠশালা সৃষ্টি করেছেন। তার পাঠশালায় বেশ ৩/৪জন যুবক সাগরেত রয়েছে।

সুত্রটি আরো জানিয়েছেন, অহিদুজ্জামান তার গ্রামের বাড়ি আড়পাড়া এলাকার অনেক লোককে বিভিন্ন মামলায় কৌশলে জড়িয়ে মামলার আসামী করেছে।শুধু তাই নয় সে কৌশলে আওয়ামীলীগের ব্যানারে থাকার জন্য আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত হয়ে ইতিপূর্বে সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর আস্তাভাজন হয়ে পড়ে। সেই সময় খালেদুর রহমান টিটো কোতয়ালি থানার মামলা সংক্রান্ত ব্যাপারে পুলিশ কর্তা ও গ্রামের লোকজনকে অহিদুজ্জামানের সাথে যোগাযোগ করার কথা বলতেন।কোতয়ালি থানা এলাকার কোন মামলা হতে হলে অহিদুজ্জামানের সাথে পরামর্শ করে রেকর্ড হতো সেই সময়।শুধু তাই নয় কথিত রাইটার অহিদুজ্জামান পুলিশের মামলা লেখার সুবাধে আইনের অপব্যবহার করতে সে পিছু পা হয়নি।অহিদুজ্জামানের ব্যাপারে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে অতি অল্প সময় তার উথানের কাহিনী। যশোর ৪ নং নওয়াপাড়া এলাকার বিভিন্ন গ্রামের অনেক ব্যক্তিদের সে কৌশলে মামলায় জড়িয়ে আসামী করেছে এমন অভিযোগের শেষ নেই।

http://www.anandalokfoundation.com/