বিশেষ প্রতিবেদকঃ আজ ৯ ডিসেম্বর, ফরিদপুরের করিমপুর যুদ্ধ দিবস। প্রতি বছরই ফরিদপুরবাসী গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে এই দিনটি স্মরণ করে।
১৯৭১ সালের এই দিনে ঢাকা–খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের করিমপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী তুমুল যুদ্ধ হয়। এতে কাজী সালাউদ্দিন আহমেদ ও মেজবাউদ্দিন নোফেলসহ সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের সহায়তার জন্য হত্যা করা হয় আরো চার গ্রামবাসীকে।
এই যুদ্ধে আহত হয় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। আর পাকিস্তানি বাহিনীর বেশ কিছু সেনাও নিহত হয়।
দিনটি স্মরণে আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজেন একটি শোক র্যালি বের করা হয়। পরে শহরের আলীপুর কবরস্থানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ওই সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়। দোয়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরাদুল হক, ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, খলিলুর রহমান, শামসুদ্দিন মোল্লা প্রমুখ। পরে তাঁরা কানাইপুর ইউনিয়নের করিমপুর যুদ্ধস্থলে গিয়ে শহীদদের স্মরণ করেন এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।