মৌলভীবাজারে অযত্নে অবহেলায় দীর্ঘদিন ধরে তিলে তিলে নিঃশেষের প্রহর গুণছে এক শতবর্ষী পোস্ট অফিস।
সরজমিন ঘুরে দেখা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নস্থ ডানকান ব্রাদার্সের লংলা চা-বাগানে অবস্থিত শতবর্ষী লংলা পোস্ট অফিস (কোড. ৩২৩২) অযত্ন আর অবহেলায় দাড়িয়ে রয়েছে বেহাল অবস্থায়। দীর্ঘদিন ধরে কোন সংস্কার ও উন্নয়নের ছোঁয়া না লাগায় জরাজীর্ণ রূপ ধারণ করেছে ডাক অফিসটি। ডাক যুগের অতি ব্যাস্ত এই ডাক অফিসটি যেন এখন এক ভূতুরে ঘর। প্রায় শত বৎসর পূর্বের ডাকঘরটি যেন স্বাক্ষ্য বহন করে আছে কত শত ইতিহাসের। সেই সময়ের খবর আদান প্রদানের একমাত্র মাধ্যম আকাংখিত ডাকটি নিতে বা দিতে আসা শত লোকের ভীড়ে কর্মব্যাস্ত পোস্টঅফিসটি আজ শুধুই যেন নামসর্বস্ব। কিছু অফিসিয়াল বাধ্যতামূলক ডাক পৌছে দেওয়া ছাড়া যেন আজ অলস এই ডাক ঘর। কেউ দেখার নেই, কেউ খোঁজ নেয় না পুরোনো দিনের এই বন্ধু পোস্ট অফিসটির।
উক্ত ডাক অফিসে দীর্ঘদিন ধরে চাকুরীরত প্রবীন পিয়ন আব্দুর রাজ্জাকের সাথে আলাপ করে জানা যায়, প্রায় শতাধিক বছর আগে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠা করা হয় এই অফিসটি। যা দেশের কয়েকটি প্রাচীনতম ডাক অফিসগুলির মধ্যে একটি। এছাড়া আশপাশের বিশাল এলাকা নিয়ে গঠিত কয়েকটি চা-বাগানে জরুরী ডাক বহন করে থাকে এই অফিসটি।
কিন্তু কালের বিবর্তনে এক সময়ের গৌরবময় এই ডাক অফিসটি তার জৌলুস হারিয়ে দাড়িয়ে আছে শুধু নামমাত্র অবস্থায়। অফিসটিতে পোস্ট মাস্টার ও পিয়নের দ্বায়িত্বে দুজন কর্মকর্তা কাজ করেন। কিন্তু এই ডিজিটাল যুগেও অফিসে নেই প্রয়োজনীয় খাবার জলের ব্যাবস্থা, প্রাকৃতিক কাজে সাড়া দিতে পাশের কোন বাড়িতেই যেতে হয় অফিস কর্মকর্তাদের, এমনকি একটি সরকারি অফিস হওয়া সত্ত্বেও এই ডাক অফিসটি বিদ্যুৎ সংযোগ থেকেও বিচ্ছিন্ন।
সেমি পাকা টিনের ছাউনির এই ডাক অফিসে দীর্ঘবছর থেকে কোন সংস্কার কাজ না হওয়ায় ভেস্তে যাচ্ছে ঘরের বিভিন্ন অংশ। অনেক দিন ধরে নষ্ট হয়ে অফিসের একটি অংশ পরিত্যাক্ত অবস্থায় পরিণত হয়েছে বাঁদুরের আবাসস্থলে। নিচের পাকা ফ্লোর দেবে গিয়ে অধিকাংশ স্থানে দেখা দিয়েছে বিশাল ফাটলের। অফিস কক্ষে বর্ষায় ঝরে পড়ে মেঘের জল। যার কারণে ব্যাহত হয় অফিসের কাজ। ভোগান্তি পোহাতে হয় অফিস কর্মকর্তাদের। এছাড়া ঝুঁকিপূর্ণ পোস্ট অফিসটিতে নষ্ট হচ্ছে অনেক মূল্যবান আসবাব।
স্থানীয় সমাজকর্মী জ্ঞান শংকর গৌড় বলেন, বর্তমানে সারা দেশে একযোগে যখন সরকার সকল ডাকঘরকে তথ্যপ্রযুক্তির আওতায় এনে স্মার্ট করে তুলছে, তখন এই শতবর্ষী পোস্ট অফিসে লাগেনি এতটুকুও উন্নয়নের ছোঁয়া, এই প্রাচীন ডাকঘরটিকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমান বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে একটি সরকারি প্রাচীন ডাক অফিসের এমন দুরাবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।