ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকী

ডেস্ক
January 30, 2023 12:26 pm
Link Copied!

মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকী: আজ ৩০ জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী৷ ১৯৪৮ সালের এইদিনে নাথুরাম গডসে কর্তৃক মোহনদাস করমচাঁদ গান্ধীকে হত্যা করা হয়। সেই হত্যার স্মৃতি হিসাবে আজকের দিনটিকে ভারত শহীদ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শহীদ দিবসে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, এবং তিন বাহিনী প্রধান রাজ ঘাট স্মৃতিসৌধের সমাধিতে জড়ো হন এবং নানাবর্ণের ফুল দিয়ে সজ্জিত পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১টায় ভারতীয় শহীদদের স্মরণে দেশজুড়ে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। অংশগ্রহণকারীরা সর্ব-ধর্মের প্রার্থনা করার পর শ্রদ্ধা জানান।

মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাটের পোরবন্দরে জন্ম গ্রহণ করেন। অহিংস নীতির প্রতিমূর্তি মহাত্মা গান্ধী৷ ভক্তরা ‘মহাত্মা’ এবং ‘বাপু’ এই দুই নামে ডাকতেন মহান গুরু গান্ধীকে৷ তবে সরকারিভাবে তাঁকে ‘জাতির জনক’ খেতাব প্রদান করা হয়৷

তাঁর জন্ম দিন হিসেবে প্রতি বছর আজকের দিনে ভারতবাসী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘গান্ধী জয়ন্তী’ পালন করে৷ সরকারিভাবে দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়৷ সারাবিশ্বে দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে৷

ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্ণধারসহ তিনি একাধারে তৎকালীন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গুরু হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত৷ অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ – এই তিন নীতির প্রবক্তা গান্ধীর সামনে অনুপ্রেরণা ছিল হযরত মুহাম্মদ এবং বুদ্ধের জীবন-দর্শন৷ গান্ধী বিশ্বাস করতেন যে, গভীর বিশ্বাস বিভিন্ন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে৷

তাঁর মহান দর্শন ও কর্মময় জীবন স্থান ও কালের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে অনবরত৷ জুনিয়র মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, দলাইলামা থেকে শুরু করে অং সান সু চি’র মতো বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার কর্মীদের উদ্বুদ্ধ করেছে গান্ধীর মহান দর্শন৷

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ১৮৯১ সালের মাঝামাঝি সময়ে বোম্বে ফিরে আসেন৷ সেখানে কিছুদিন আইন পেশায় যুক্ত ছিলেন গান্ধী৷ এর দু’বছর পর ‘দাদা আব্দুল্লা অ্যান্ড কোং’ এ চাকুরি নিয়ে দক্ষিণ আফ্রিকা যান৷ সেখানে অবস্থানকালে বর্ণবাদী আচরণ ও বৈষম্যের শিকার হন গান্ধী৷ একদিন ট্রেনের প্রথম শ্রেণীর কামরার বৈধ টিকেট থাকা সত্ত্বেও তাঁকে তৃতীয় শ্রেণীর কামরায় গিয়ে বসতে বলা হয়৷ তিনি তাতে রাজি না হওয়ায় তাঁকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়৷ আরেকদিন এক ইউরোপীয় যাত্রীর জন্য ট্রেনে জায়গা ছেড়ে দিতে অস্বীকার করায় তাঁকে ট্রেনের চালক প্রহার করে৷ ভারতীয় হওয়ায় বেশ কিছু হোটেলে স্থান পাননি তিনি৷ এছাড়া একদিন ডারবান আদালতের এক ম্যাজিস্ট্রেট তাঁকে পাগড়ি খুলতে বললে তিনি তা অস্বীকার করেন৷ এসব ঘটনা গান্ধীকে সমাজ সচেতন, প্রতিবাদী এবং বর্ণবাদ বিরোধী কাজে সক্রিয় করে তোলে৷

দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের অধিকার আদায়ে নানা উদ্যোগ নেন এই মহান নেতা৷ সেখানে বসবাসরত প্রায় ৬০ হাজার ভারতীয়র জন্য প্রকাশ করেন ‘ইন্ডিয়ান ওপিনিওন’ নামের একটি পত্রিকা৷ ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারত ফিরে আসেন মহাত্মা গান্ধী৷ এরপর থেকে ভারতের রাজনৈতিক পট পরিবর্তনে নেতৃত্ব দেন এই সংগ্রামী নেতা ও গুরু৷ ১৯২১ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গান্ধীর কাঁধে অর্পিত হয়৷ তিনি দলকে ঢেলে সাজান৷ এর কার্যক্রমকে গতিময় করে তোলেন৷ প্রান্তিক পর্যায়ের সাধারণ জনতার নানা অধিকার ও স্বার্থ নিয়ে তাঁর অহিংস আন্দোলন ধীরে ধীরে মানুষকে স্বাধীনতার পথে এগিয়ে নেয়৷

এসময় দীর্ঘদিন অনশন এবং কারাগারে কাটাতে হয়েছে এই মহান নেতাকে৷ মহাদেশীয় ও আন্তর্জাতিক নানা পট পরিবর্তনের মধ্য দিয়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন জোরদার হয়ে ওঠে৷ আর এই সবক্ষেত্রেই মহান নেতা গান্ধীর দূরদর্শী ও বিচক্ষণ কৌশল, নির্দেশনা ও সক্রিয় ভূমিকার মাধ্যমে ভারতবাসীর জীবনে যুক্ত হয় বিজয় আর মুক্তির স্বাদ৷ ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি প্রার্থনা সভায় যোগ দেওয়ার জন্য হেঁটে যাওয়ার সময় নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান মহাত্মা গান্ধী৷

গান্ধীজী বেশ কয়েকজন জীবনীকার গান্ধীর জীবনী রচনার কাজ করেছেন। এর মধ্যে দুইটি রচনা প্রণিধানযোগ্য। ডি. জি. তেন্ডুলকরের আট খণ্ডের Mahatma. Life of Mohandas Karamchand Gandhi ও পিয়ারীলাল ও সুশীলা নায়ারের দশখণ্ডের Mahatma Gandhi। বলা হয়ে থাকে আমেরিকান সেনাবাহিনীর জি বি সিংহ ২০ বছর ধরে গান্ধীর মূল বক্তৃতা ও রচনা সংগ্রহ করেছেন তার গবেষণা গ্রন্থ ‌Gandhi Behind the Mask of Divinity এর জন্য।

মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর ভারতের জাতীয় ছুটি, গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয়। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। মহাত্মা গান্ধী বহুত্ববাদী ভারতীয় সমাজে সৌভ্রাতৃত্বপূর্ন সহাবস্থান আদর্শের বিশিষ্ট প্রবক্তা।

http://www.anandalokfoundation.com/