মেহের আমজাদ, মেহেরপুর ২৯ আগষ্ট ২০১৬ ঃ বিসিবি-এর অয়োজনে এবং জলো ক্রীড়া সংস্থার সহযোগীতায় মহেরেপুর স্টডেয়িাম মাঠে বাছাইকৃত খেলোয়াড়দের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়ছেে ।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দকিে মহেরেপুর স্টডেয়িাম মাঠে মডেক্যিাল ক্যাম্প অনুষ্ঠতি হয় । জলো ক্রীড়া সংস্থার সদস্য সচবি কে এম আতাউল হাকমি লাল ময়িা, জলো ফুটবল এসোসয়িশেনরে সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বশ্বিাস, বিসিবি র্কমর্কতা জাভদে ইসলাম তাপস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, সৈয়দ এহসানুল কবীর আরফি, ডাক্তার মাসুদ রজো , ডাক্তার তুহনি,জেলা ক্রীড়া সংস্থার সহকারী ক্রিকেট কোচ হাসানুজ্জামান হলিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন ।