মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৯-১৮): মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের জন্য প্রতিমাসে সাবান ও তৈল বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। ফেরদৌস আরা চুনীর স্মরণে চুনী ফাউন্ডেশন প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াতে এই কার্যক্রম চালু করলো।
এ উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানে চুনী ফাউন্ডেশনের প্রধান প্রয়াত চুনীর স্বামী মাহফুজ কবীর আহমেদ রিঙ্কু বলেন, আমার স্ত্রীর স্মরণে এই কার্যক্রম তার অনুপস্থিতিতে প্রয়োজনে তার সন্তানরা চালিয়ে যাবে।
মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ও আইনজীবী তুহিন আরণ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি খন্দকার একেএম ফজলুল করিম ও সাধারণ সম্পাদক শোয়েব রহমান দুরন্ত। এসময় প্রতিবন্ধি শিশুরা নাচ ও গান পরিবেশন করে।
উল্লেখ্য প্রয়াত চুনী মেহেরপুর-১ আসনের সাংসদ সদস্য’র বোন। প্রয়াত চুনীর বড় ছেলে শাহীন ফেরদৌস রিফাত অস্ট্রেলিয়াতে কর্মরত এবং ছোট ছেলে ফারহান ফেরদৌস রোহান ঢাকা রেসিডেন্সিয়ালে অধ্যায়নরত।