মেহের আমজাদ,মেহেরপুরঃ মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব মহিলালীগের আয়োজনে র্যালি ও সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদ স্মৃতি সৌধের বেদিতে পুস্পমাল্যা অর্পন করা হয়। র্যালিতে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, মেহেরপুর জেলা যুব মহিলালীগের সভাপতি সামিউন বসিরা পলি,সাধারণ সম্পাদক এ্যাড. রুত শোভা মন্ডল,শহর যুব মহিলালীগের সভাপতি রোকসানা কামাল রুনু সহ জেলা যুব মহিলালীগ, সদর থানা যুব মহিলালীগ,মুজিবনগর উপজেলা যুব মহিলালীগের নেতৃবৃন্দ র্যালিতে উপস্থিত ছিলেন এবং শহীদ স্মৃতি সৌধের বেদিতে পুস্পমাল্যা অর্পন করেন।