ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

Link Copied!

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মিলনায়তনে পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন। সেই সাথে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান এবং শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার প্রমূখ। এ ছাড়াও সভায় পুলিশের ভালো কাজ করা,মাদকদ্রব্য উদ্ধার বিভিন্ন মামলার আসামী আটক করায বেশ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার রাফিউল আলম পুরস্কার তুলে দেন। এ সময় মেহেরপুর সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/