13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন

admin
December 28, 2016 12:39 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ আজ বুধবার দেশের অন্যান্য স্থানের মত মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। জেলার ১৫ টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্র গুরত্বপূর্ন হিসেবে চিহ্নিত করে পুলিশ, র‌্যাব, আনছার ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে।

এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ৪৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

http://www.anandalokfoundation.com/