মেহের আমজাদ,মেহেরপুর (১৪-০৯-১৮): মেহেরপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটিকে জাতীয় শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম আশরাফুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অনুমোদন দেন।
অনুমোদিত কমিটির আহ্বায়ক হলেন- মোঃ ইকবাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- ভাসান আলী, খাদিমুল ইসলাম, বজলু মিয়া, সেমকুল, বেলু, বগা, মামুনুর রশিদ, সোহাগ রানা, পালান আলী, নাসিমা খাতুন, রেজাউল, রমজান আলী, কালু, মিকাইল, মুনতাজ, ইন্তাজ, মজিদুল, হাফিজুল, রফিক, ফয়জুল, মিরা, রফিকুল, শাহাবুদ্দিন, মুজিবর, বাবু, জিবু, আফেল, তামু ও মিয়া।