মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০১-১৮): মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকালে জেলা মাধ্যমিক শ্ক্ষিা অফিসার আব্দুল মালেক জেলার শ্রেষ্ঠ শিক্ষকের নাম ঘোষনা করেন। এ সময় মাধ্যমিক শ্ক্ষিা অফিসার আব্দুল মালেক প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামানের হাতে একটি সনদ তুলে দেন।
জেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা এসময় সেখানে উপস্থিত ছিলেন এবং জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে এলাকার অন্যান্য শিক্ষক ও বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।