মেহের আমজাদ, মেহেরপুর: সুপার স্টার গ্রুপের আয়োজনে ভ্যালুড কাস্টমার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০ টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।
সুপার স্টার লাইটিংয়ের মেহেরপুর পরিবেশক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের সেলস ম্যানেজার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি সেলস ম্যানেজার বি.এম শাহজাহান, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ হাশেম আলী, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, সুপার স্টার এক্সসারিস পরিবেশক ও মিশু স্টোরের স্বত্বাধিকারী মিজানুর রহমান টোকন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর ট্রাক মালিক গ্রুপের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মহাব্বত হোসেন, সুপার স্টার গ্রুপের এস আর আজমীর, রুহুল আমীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপার স্টার গ্রুপের আরএসএম জহুরুল ইসলাম ও টিএসএম রানা মিয়া।
পরে সেখানে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকার সুপার স্টারের পরিবেশন ও বিক্রেতাগন সভায় অংশ গ্রহণ করেন।