মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৫-১৮)ঃ মেহেরপুর জেলায় কর্মরত জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের নিয়ে ব্র্যাক কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ ফরিদ আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আহমেদ, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল প্রমুখ। এছাড়াও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন। ব্র্যাক কর্মসূচি উপস্থাপন করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, এসময় ব্র্যাক’র পক্ষে আরো উপস্থিত ছিলেন উর্ধ্বতন জেলা ব্যাস্থাপক (ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি)মোঃ আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (দাবি) সঞ্জয় দেবনাথ ও উপজেলা ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বরুন কুমার সরকার।