ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১জন নিহত, আহত ১৫

admin
September 15, 2016 5:04 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর(১৫/০৯/১৬)ঃ মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গাতে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু চালক মোস্তফা (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় আলমসাধুতে থাকা ১৫ জন যাত্রী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মদনাডাঙ্গা টেকনিক্যাল কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা আলী গাংনী উপজেলার পীরতলা গ্রামের নুর বকসের ছেলে। আহতদের মধ্যে বানেরা খাতুন, আনেকা খাতুন, মৌসুমী, জেসমিন, সাজেদা খাতুন, সেন্টু মিয়া, শাহা আলম, হাসান, সাথি খাতুন, আখি খাতুন, আহাদ আলী, কোকিলা, রাকিবুল ও হাসি খাতুন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়ার জানান, গাংনী উপজেলার পীরতলা থেকে আলমসাধু যোগে মুজিবনগরে বেড়াতে যাওয়ার পথে সদর উপজেলার মদনাডাঙ্গা টেকনিক্যাল কলেজের কাছে পৌছালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (পাবনা-জ-০৪-০০৩৭) আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় আলমসাধু চালকসহ আলমসাধুতে থাকা যাত্রীরা  আহত হয়। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় আলমসাধু চালক মোস্তফা সহ আহত যাত্রীদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মোস্তফার মূত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী দূর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/