ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিএনপি নেতা জাকির হোসেনের গনসংযোগ

admin
August 31, 2017 6:03 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (৩০-০৮-১৭):  আইপি ওয়াইজি -এর পিস এ্যাম্বাসিডর (শান্তির দূত) শিক্ষক কর্মচারী ঐক্যেজোটের ভারপ্রাপ্ত মহাসচিব ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন ।

গতকাল বুধবার বিকালে বিএনপি নেতা জাকির হোসেন সদর উপজেলার শোলমারি, উজলপুর, ফতেপুর ও তেরঘরিয়া গ্রামে গনসংযোগ করেন । গনসংযোগ-এর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাগপার সভাপতি মোঃ আবু তালেব, বিএনপি নেতা আসাদুল হক কেনেডি, আবুল হাশেম, ইদ্রিস আলী, যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, চঞ্চল, ছাত্রদল নেতা জুয়েল, রিপন, মিলন প্রমুখ ।

গনসংযোগকালে বিএনপি নেতা ও পিস এ্যাম্বাসিডর জাকির হোসেন বলেন, বাংলাদেশের গনতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার বিকল্প নেই । তিনি সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করার আহ্বান জানান। গনসংযোগ-এর এক পর্যায়ে তিনি প্রবীন বিএনপি নেতা ইমদাদুল হকের বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

http://www.anandalokfoundation.com/