মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে বাস মালিক এবং ইজিবাইক চালক ও মালিক সমিতির দ্বন্দ্বে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি।
মন্ত্রণালয় থেকে মহাসড়কে তিন চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকে মেহেরপুরে বাস চলাচলের সব সড়কে ইজি বাইক সহ তিন চাকার যাত্রীবাহী অবৈধ যান চলাচল বন্ধের দাবী জানিয়ে আনছে বাস মালিক সমিতি। এদিকে মহাসড়ক হিসেবে মেহেরপুর-কুষ্টিয়া এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক বাদ দিয়ে অন্যান্য সড়কে তিন চাকার যান চলাচলে বাধা না দিতে দাবী জানিয়ে আসছে ইজিবাইক চালক ও মালিক সমিতি। এ নিয়ে কয়েকবার প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করে বাস মালিক সমিতি এবং ইজিবাইক চালক ও মালিক সমিতি। কিন্তু এর সুষ্ঠু সমাধান ও উভয় পক্ষের দাবী পূরণ না হওয়ায় প্রায় দিনই ছোট-খাট বিবাদে জড়িয়ে পড়ছে বাস শ্রমিক আর ইজিবাইক চালকেরা। মঙ্গলবার দুপুরে এমনই এক বিবাদের কারণে নিরাপত্তার অজুহাতে বিকেল থেকে আন্তঃজেলার সকল সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিকেরা। ফলে জেলার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী সহ প্রয়োজনের তাগিদে বিভিন্ন স্থানে যাতায়াত করা যাত্রীরা পড়েছে ভোগান্তিতে।
মেহেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি গোলাম রসুল জানান, প্রশাসনের সাথে বৈঠকের পর মঙ্গলবার দুপুরে হঠাৎ করে শহরের ওয়াপদা রোডে দুটি বাস ভাংচুর করেছে ইজিবাইক চালকেরা। এ সময় পুলিশ কোন ভূমিকা নেইনি। তাই নিরাপত্তার অভাবে বাধ্য হয়ে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সমাধান না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে।
ইজিবাইক চালক ও মালিক সমিতি ও জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম জানান, শহরের মধ্যে ইজিবাইক চলাচলে কোন বাধা নেই। তারপরেও মঙ্গলবার দুপুরে শহরের সোডাপ মোড়ে কয়েকজন ইজিবাইক চালককে মারধর করেছে বাসমালিক সমিতির লোকজন। তবে ইজিবাইক চালক ও মালিক সমিতির লোকজন বাস ভাংচুর করেছে এমন অভিযোগ অস্বীকার করেন তিনি।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষের সাথে কথা চলছে। যারা আইন হাতে তুলে নিযেছে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। আলোচনা চলছে, শীঘ্রই বাস চলাচল স্বাভাবিক হবে।