মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে বন্ধন থিয়েটারের আয়োজনে সংস্কৃতির আগ্রযাত্রার ধারাকে ধরে রাখতে বাউল শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধা রাতে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে অনুষ্ঠিত লালন সঙ্গীত অনুষ্ঠন শুরু হওয়ার আগে লালনের জীবন ও দর্শন নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বন্ধন থিয়েটারের সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ। আলোচনা সভা শেষে এম. সাইদুর রহমানের পরিচালনায় এবং মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় শুরু হয় জমজমাট লালন সঙ্গীত সন্ধা।
সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আফছার শাহ, নফেল শাহ, রাশেদ কুরাইশি, আব্দুল্লাহ আল মামুন রাসেল, মোমিনুল ইসলাম, আশাদুজ্জামান লাল্টু, তীর্থ শাহ, হারুন অর রশিদ, ফৌজিয়া আফরোজ তুলি, আশাদুল ইসলাম, রিয়া আযম, সোনিয়া রহমান প্রমুখ। মনমুগ্ধকর লালন সঙ্গীত সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লাভলী ইয়াসমীন, মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ লালন সঙ্গীত সন্ধ্যা উপভোগ করেন।