মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর আলমকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার ভোরে ঢাকা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে একটি দল মেহেরপুর পুলিশের সহযোগীতায় কাউন্সিলরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবিব এ অভিযানে উপস্থিত ছিলেন। এস আই আহসান হাবিব জানান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম আম ব্যবসায়ী। ঢাকার এক ব্যবসায়ীর সাথে ব্যবসা চলাকালীন সময়ে ১৯ লাখ টাকার প্রতারণা করেছেন মর্মে ওই ব্যবসায়ী কাউন্সিলরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ঢাকা থেকে সিআইডির একটি টিম তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছেন।