ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

admin
May 29, 2018 6:02 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৫-১৮):  মেহেরপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“কমাতে হলে মাতৃমৃত্যু হার মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার” এই প্রতিপাদ্যে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার সকাল ৯টার দিকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি সিভিল সার্জন-এর কার্যালয় থেকে শুরু হয়ে ওয়াপদা মোড় প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ জি.কে এম সামসুজ্জামান। সভাপতিত্ব করেন হাসপাতাল সুপার ডাঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন ডাঃ তাপস কুমার, ডাঃ বিপুল কুমার, ডাঃ অলোক কুমার,ডাঃ ফয়সাল আহাম্মদ,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনধি মোশারফ হোসেন প্রমূখ।

http://www.anandalokfoundation.com/