মেহের আমজাদ, মেহেরপুর: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা জজ আদালতের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দীন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারন সম্পাদক অভিজিত বোস প্রমুখ।