মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৩-১৯) : মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২ দিন ব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯এর উদ্বোধন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান ফিতা কেটে ২দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি,পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম,মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান প্রমুখ। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ২০ টি স্টল স্থান পেয়েছে।