দীর্ঘদিনের নিয়ম ভেঙ্গে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের চাঁদার টাকায় বার্ষিক ভোজের আয়োজন করা হয়েছে।
বিদায়ী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা বিভিন্ন খাতের টাকা নানা ধরনের খরচ দেখিয়ে বদলি হয়ে যাওয়ার কারণে ফান্ড সংকটে ছাত্রীদের টাকায় এমন অনুষ্ঠানের আয়োজন। এমনটা জানিয়েছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক।
গত বৃহস্পতিবার মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ভোজন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের জন্য ছাত্রী প্রতি আদায় করা হয় একশত টাকা করে। ১৫০০ জন ছাত্রীর কাছ থেকে আদায় করা হয় দেড় লক্ষ টাকা। সেই টাকায় আয়োজন করা হয় বার্ষিক ভোজন। বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একাধিক ছাত্রী অভিযোগ করে বলেন, তারা এর আগে কখনো বার্ষিক ভোজনের জন্য চাঁদা দেয়নি। এবারই প্রথম পূর্বের সকল নিয়ম ভেঙ্গে বার্ষিক ভোজনের জন্য চাঁদা দিতে হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, “বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা নানান পন্থায় তুলে নেওয়া একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, কয়েক বছর আগে বিভাগীয় তদন্তে টিম প্রধান আমাদের বলেন, আপনাদের দায়িত্ব ক্লাস নেওয়া, প্রধান শিক্ষকের কোন কিছুর ব্যাপারে অভিযোগ বা দেখা আপনাদের বিষয় না।”
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এইচ এম হামিদ জানান, প্রতি বছর বিদ্যালয়ের টাকায় বার্ষিক ভোজন হয় এটাই নিয়ম। আগের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা সম্প্রতি বদলি হয়ে গেছে। বিদায়ী ওই প্রধান শিক্ষক বিভিন্ন খাতের প্রায় ৫ লক্ষ টাকা ভিন্ন ভিন্ন ভাওচারের মাধ্যমে তুলে নিয়েছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। এ ঘটনায় ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটির সুষ্ঠ তদন্তের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভাগের কাছে জোর দাবী জানিয়েছে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা।