মেহের আমজাদ,মেহেরপুর (১৪-১০-১৬)ঃ চাহিদা না থাকায় মেহেরপুরের মুখি কচু চাষীরা পড়েছে বিপাকে। চাষীদের উৎপাদন খরচ তো উঠছেনা বরং শ্রমিক খরচ দিয়ে কচু তুলে বাজারে বিক্রি করতে গিয়ে লোকশানের মুখে পড়তে হচ্ছে চাষীদের। যার ফলে অনেক চাষীর কচু জমিতেই নষ্ট হচ্ছে।
মেহেরপুর জেলায় প্রায় সব ধরনের সবজীর আবাদ হয়ে থাকে । অনেকে আগাম সবজী আবাদ করে আর্থিক ভাবে লাভবান হয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে । গত বছর মূখি কচুর ভাল দাম পাওয়ায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে বেশী আবাদ হয়েছে এ জেলায়।মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার মূখি কচুর চাষের পরিমান প্রায় চার হাজার হেক্টর জমি । যা গত বছরের তুলনায় এক হাজার হেক্টর জমিতে বেশী । এ বছরের প্রথম দিকে কচুর দাম ভাল থাকলেও মাঝ পথে এসে হঠাৎ করে চাহিদার সংগে সংগে দামও কমে যায় । যার কারনে লাভ হওয়াতো দুরের কথা উৎপাদন খরচ তুলতে বিপাকে পড়েছে চাষীরা । এদিকে ব্যবসায়ীরাও চাষীদের কাছ থেকে কচু কেনার প্রতি তেমন আগ্রহ দেখােেচ্ছনা । এর ফলে যতই দিন যাচ্ছে ততই বাড়ছে লোকশানের মাত্রা । আবার ঐ জমিতে অন্য ফসলও আবাদ করতে পারছেনা চাষীরা ।
মেহেরপুর সদর উপজেলার উজুল পুর গ্রামের কচু চাষী সোহরাব জানান , এবছর তিনি ৫ বিঘা জমিতে কচু চাষ করেছে , প্রতি বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় ২০হাজার টাকা করে । কিন্তু এবছর একটু দেরী করে চাষ করায় তাকে বড় অংকের টাকার লোকশান গুনতে হবে । এর কারন জানাতে গিয়ে তিনি বলেন , ব্যাবসায়ীরা কচু কিনতে চাচ্ছ না, কেউ কেউ কিনতে চাইলেও এমন দাম বলছে যা উৎপাদন খরচই উঠবেনা । বর্তমানে মেহেরপুরে মূখি কচু বিক্রি হচ্ছে বিঘা প্রতি ৮ থেকে ১২ হাজার টাকায় ।
মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান জানান , আবহাওয়া আর মাটির গুনে মেহেরপুরের কচু উৎকৃষ্ট মানের । বাইরে এ জেলার মুখি কচু মেহেরচন্ডি কচু নামে পরিচিত। অন্যান্য বছর কচু চাষীরা কচু চাষে লাভবান হয়েছে । এবছর শেষের দিকে এসে দাম পড়ে গেছে । আ্গামী বছর মেহেরপুরের মূখি কচু রপ্তানী করার উদ্যোগ নেওয়া হয়েছে । এটি করতে পারলে কৃষকরা লাভবান হবেন ।