ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
December 10, 2016 6:41 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর:
মিয়ানমারে মুসলিম হত্যা এবং নারী ধর্ষনের প্রতিবাদে মেহেরপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সাথে আগামী ১৬ ডিসেম্বর লংমার্চ সফল করার আহবান জানানো হয় ।

গতকাল শুক্রবার বিকালে শহরের নতুনপাড়া মোড় থেকে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাও. খাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সকড় প্রদক্ষিণ শেষে বড়বাজারে গিয়ে শেষ হয। মিছিলে অন্যদের মধ্যে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হান্নান, সদস্য সাদেকুল ইসলাম, মাও. মাসুদুর রহমান, জেল যুব ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ লিয়াকত আলী প্রমুখ উস্থিত ছিলেন। এর আগে শহরের নতুনপাড়া মোড়ে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

http://www.anandalokfoundation.com/