মেহের আমজাদ,মেহেরপুর (০২-১১-১৭)ঃ মেহেরপুরে অস্ত্র মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য লিটন আলী বিশ্বাসকে ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-চতুর্থ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত লিটন আলী বিশ্বাস সদর উপজেলার পিরোজপুর গ্রামের সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১১ নভেম্বর সদর থানার এসআই আবুল কাশেম সদর উপজেলার নুরপুর অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ লিখন আলী বিশ্বাসকে আটক করে। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস আলী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।