ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের নবনির্বাচিত মেয়র রিটন বড় ভায়ের কবর জিয়ারত করলেন

admin
May 9, 2017 11:46 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (০৯-০৫-১৭) মেহেরপুরের নবনির্বাচিত পৌর মেয়র রিটন তার বড় ভাই ও মেহেরপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মরহুম মিজানুর রহমান রিপন-এর কবর জিয়ারত করলেন ।

সোমবার পৌর নির্বচনে জয়লাভের পর আজ মঙ্গলবার সকাল  ৯টার দিকে কবর জিয়ারতের মধ্য দিয়ে দৈনন্দিন কার্যক্রম শুরু করেন  মেহেরপুর  পৌর সভার  নব নির্বাচিত মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ।

নব নির্বাচিত মেয়র রিটন দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে তিনি মেহেরপুর কলেজ মোড়ের পৌর কবর স্থানে তার বড় ভাইয়ের কবর জিয়ারত করেন । এসময় সেখানে মোনাজাত পরিচালনা করেন  হাজি ইয়ারুল ইসলাম । জেলা যুবলীগের  যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান , নেতা মালেক হোসেন মোহন , যুবলীগ নেতা মাহাবুব হোসেন ডালিম সহ  অন্যান্য নেতা-কর্মিরা উপস্থিত  ছিলেন ।

http://www.anandalokfoundation.com/