ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের চাঁদবিলে দুইদিন ব্যাপী লালন উৎসব শেষ হয়েছে

admin
March 24, 2017 7:45 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০৩-১৭): বাউল স¤্রাট লালন শাহ-এর ১২৭তম তিরোধান উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী লালন উৎসব গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে ।

লালনের আধ্যাতিকতা ও সাঁইজির বাণী সকলের মাঝে ছড়িয়ে দেবার লক্ষে চাঁদবিলে অনিল ফকিরের অশ্রমে প্রতি বছরের মত এ বছর আয়োজন করা হয় লালন উৎসব । গত বুধবার সন্ধ্যায় দুইদিন ব্যাপী লালন উৎসব-এর উদ্বোধন করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ।

সভাপতিত্ব করেন মায়ের দান আশ্রমের সভাপতি রফিক-উল আলম। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, আমঝুপি পাবলিক লাইাব্রেরীর সাধারণ সম্পাদক মতিউল আশরাফ প্রমুখ । লালন উৎসবে দেশ-বিদেশের লালন ভক্তরা  অংশ গ্রহন করেন ।

http://www.anandalokfoundation.com/