14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের আমঝুপীতে আনন্দ আয়োজন ও সনদ বিতরন

admin
December 20, 2016 9:39 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার আমঝুপীর গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “লিখতে শিখি পড়তে শিখি, শেখার মাঝে আলো দেখি” এই শ্লোগানকে সামনে রেখে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার ও সনদ পত্র বিতরন করা হয়েছে ।  গতকাল সোমবার বেলা ১১টার দিকে গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এবং সেভ দি চিলড্রেন-এর সহযোগিতায়  আনন্দ আয়োজন ও সনদ বিতরন অনুষ্ঠানে ওমর ফারুক লিটন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমঝুপী ইউ পি চেয়ারম্যান বোরহান  উদ্দীন আহম্মেদ চুন্নুু । বিশেষ অতিথি ছিলেন গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন, সি. সি. জি কমিটির সভাপতি মোঃ আকতারুজ্জমান, সাবেক সহকারী শিক্ষক আবু তাহের, এস.এম. সি-এর সদস্য হেলাল উদ্দীন হেলু । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী ।

 

http://www.anandalokfoundation.com/