ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল কলেজে ভূটানের শিক্ষার্থীর কোটা বাড়ানোর অনুরোধ

admin
March 13, 2019 7:48 pm
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকল সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে ঐদিন বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

ঐদিন সকল হাসপাতালে মানসম্মত খাবার পরিবেশন করা হবে। শিশু ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করা হবে। বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে।

মেডিকেল কলেজগুলোতে ভূটানের শিক্ষার্থী কোটা বাড়ানোর অনুরোধ বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভূটানের শিক্ষার্থীর কোটা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত সুনাম টোবডেন রাবগি (Sonam Tobden Rabgye)।

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সাথে সাক্ষাৎ করতে এসে রাষ্ট্রদূত এই অনুরোধ জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার গুণগত মানের উপর ভূটানসহ এশিয়ার অনেক দেশের ব্যাপক আস্থা রয়েছে এবং এদেশ থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা নিজ নিজ দেশের পেশায় উৎকর্ষতা দেখাচ্ছে। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশে চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মেডিকেল শিক্ষার মান যেন কোনো ভাবেই ক্ষুন্ন না হয় সেজন্য কঠোর পদক্ষেপও নিয়েছে সরকার।

আগামী এপ্রিলে ভূটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে সময় বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলে জানান রাষ্ট্রদূত। স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি এখানকার ঔষধ শিল্পও আজ যুক্তরাষ্ট্রসহ ১৬০টিরও বেশি দেশে সমাদৃত হচ্ছে। বাংলাদেশ থেকে ভূটানে ঔষধ রপ্তানীর উদ্যোগ নিতে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

ভূটানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সব সময় ভূটান বাংলাদেশের উন্নয়নের বন্ধু হিসাবে ভূমিকা রেখে চলেছে।

বৈঠকে উভয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

http://www.anandalokfoundation.com/