13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Link Copied!

নওগাঁর ধামইরহাটে মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

গতকাল বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম থেকে ১০ম শ্রেনির বিভিন্ন পর্যায়ে মেধা তালিকায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করেন মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্টের প্রতিনিধি সৈয়দ রায়হান রশিদ মিলু।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলটা ব্র্যাক হাউজিং লিমিটেড’র হেড অফ ফিনান্স সৈয়দ আমিনুল ইসলাম, কোম্পানী সেক্রেটারী এসুরেন্স মনিগ্রুপের ডাইরেক্টর মোহাম্মদ নাজমুল কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্ট ইতিপূর্বেও একাধিক শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণসহ শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা অর্জনের জন্য ৫টি ল্যাপটপও প্রদান করেছেন।

http://www.anandalokfoundation.com/