এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: মুসলিম উম্মার কল্যাণ কামণার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চগড় জেলা ইজতেমা।
৮ জানুয়ারী (শনিবার) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীর পারে গত বৃহস্পতিবার শুরু হওয়া তিনদিন ব্যাপী পঞ্চগড় জেলা ইজতেমা শেষ হয়েছে।
ইজতেমার শেষ দিনে হেদায়েতী বয়ান ও আখেরী মোনাজাত করেন বাংলাদেশের কাকরাইলের মুরুব্বী মাওলানা ঈদ্রিস আলী। তিনি মুসলিম উম্মার কল্যাণ কামণায় দীর্ঘ ৪০ মিনিট ধরে আখেরী মোনাজাত করেন। এ সময় পঞ্চগড় ও আশপাশের জেলা গুলো থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা আখেরী মোনাজাতে অংশ নেয়।
সকাল থেকে ইজতেমার শেষ দিনে বয়ান শুনতে ও আখেরী মোনাজাতে অংশ নিতে আসেন মুসল্লীর। এসময় পুরো মাঠ, আশপাশের এলাকা ও রাস্তাঘাট জন সমুদ্রে পরিণত হয়।