13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা উপলক্ষে মেহেপুরে সাংবাদিক সম্মেলন

admin
February 28, 2017 6:32 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (২৭-০২-১৭)ঃ মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে আগামী পহেলা মার্চ মুজিবনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম। তিনি বলেন, আগামী পহেলা মার্চ দেশের ১০ টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। তার ভিতরে মেহেরপুরের মুজিবনগর উপজেলা একটি। এসময় তিনি মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়নে ৪৫ কোটি টাকা ব্যায়ে ২১ হাজার ৫ শ ৭১ টি সংযোগ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিদর্শক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন অরন্য, সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিকুল আলম প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

http://www.anandalokfoundation.com/