মাদারীপুর প্রতিনিধি।।
মুক্তিযুদ্ধের বিরোধীগোষ্ঠীকে যারা লালন পালন করেছে, তাদের গাড়ীতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল। যাদের হাতে বাংলাদেশের মানুষের বুকের তাজা রক্ত শুকিয়েছে। আর এইমুক্তিযোদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করায় আজ এই বিএনপির পরাজয়। মাদারীপুর শামচুরনাহার ভুইয়া অষ্টম জেলা গাইড ক্যাম্প ২০১৬ উদ্ভোধন কালে শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এই কথা বলেন।
তিনি আরও বলেন শুধু বাংলাদেশের মানুষই মুখ ফিরিয়ে নেয়নি, আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তাই আন্তজার্তিক বিশ্বে বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান,মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,