যুক্তরাষ্ট্র বুধবার ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র দল বিলুপ্ত করে দেওয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের নিন্দা জানিয়ে বলেছে, এমন পদক্ষেপ দেশটিতে আরো অস্থিতিশীলতা ডেকে আনবে।
মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিসহ ৪০টি রাজনৈতিক দলকে বিলুপ্ত করার বার্মার সামরিক শাসকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’
‘বার্মার সকল পক্ষের অংশগ্রহণ ছাড়া কোন নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু বলে বিবেচনা করা যায় না এবং এক্ষেত্রে সামরিক শাসনের ব্যাপক বিরোধিতার পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যাপারে সরকারের একতরফা পদক্ষেপ দেশের অস্থিতিশীলতা আরো বাড়িয়ে তুলতে পারে।’ তিনি বলেন, সু চি ১৯৮৮ সালে এনএলডির প্রতিষ্ঠা করেন এবং ১৯৯০ সালের নির্বাচনে বিপুল বিজয় লাভ করেন যা পরবর্তীকালে তৎকালীন জান্তা কর্তৃক বাতিল হয়ে যায়।’
মুখপাত্র বলেন, ‘মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে তার সর্বশেষ পদক্ষেপে ট্রেজারি ডিপার্টমেন্ট জান্তাকে জেট জ্বালানি সরবরাহকারী যে কেউ মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছে। প্রতিবেশী মার্কিন মিত্র থাইল্যান্ড এই পদক্ষেপের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। নির্বাচনের দিকে শাসনের একতরফা পদক্ষেপ অস্থিতিশীলতা বাড়াতে পাবে।’