ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের পরিচয়পত্র দেয়া হবে

admin
September 11, 2017 6:40 am
Link Copied!

নিউজ ডেস্কঃ  বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে পরিচয়পত্র দেয়া হবে। কারণ পরিচয়পত্র ছাড়া তাদেরকে দেশি ও আন্তর্জাতিক কোনো সাহায্য বা সহযোগিতা করা সম্ভব হবে না। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কাছে ২ হাজার একর জায়গায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করা হবে। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে উল্লেখ করে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

http://www.anandalokfoundation.com/