লুটপাট বিএনপির অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১০ জুন) সকালে রাজধানীর মিরপুরে দারুসসালাম থানা ও ইউনিটসমূহের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো এ সম্মেলন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘লুটপাট ছাড়া কিছুই বোঝে না বিএনপি। বাজেট হতে না হতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, লুটপাটের বাজেট। আসলে মিথ্যাচার ছাড়া বিএনপির রাজনীতিতে আর কিছু নেই।’
জাতির কাছে প্রশ্ন রেখে কাদের বলেন, দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা কি শেখ হাসিনার অপরাধ?
অনুষ্ঠানে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এত বড় বিক্ষোভ মিছিল আগে কখনো দেখেননি বলে উল্লেখ করেন নানক। তিনি এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের মূল্যায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।