স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, মিডিয়ার স্বাধীনতা যেন জনস্বার্থ বিরোধী কাজে ব্যবহার না হয় সে দিকে সাংবাদিকদের লক্ষ্য রাখতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। মিডিয়া স্বাধীনতা দরকার, আর সেই স্বাধীনতা সরকার দিয়েছে।
শুক্রবার সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ এবং সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে পরস্পরের সু-সম্পর্ক সৃষ্টি হয়। আর এ সম্পর্ক এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ পুলিশ এবং সাংবাদিকদের কাজ একই সুত্রে গাঁথা। সাংবাদিকদের প্রকাশিত তথ্য পুলিশের অনেক কাজে লাগে। তিনি বলেন, মিডিয়ায় অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সেই আলোকে এখনও সামাজিক পরিবর্তন আসেনি। সামাজিক পরিবর্তনে মিডিয়া নিয়ামক হিসেবে কাজ করছে। দেশকে ভালো কিছু দিতে হলে, সাংবাদিকরা তাদের লিখনির মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে পারেন। যারা ইয়েলু জার্নালিজম করে, তাদের স্থায়িত বেশিদিন থাকে না।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুর রহমান পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ্ মো. মাকছুদুল আলম, বিএম হান্নান প্রমূখ।